মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ১১:৫৩

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ পরিবারের ৪ জনসহ আহত-৬ 

ফখর উদ্দিন
এপ্রিল ২৫, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন এ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানাফর আলী’র পুত্র উমর ফারুক (৩০), উমর ফারুকের স্ত্রী ফেরদৌসি বেগম (২৩), ছেলে উমায়ব আলী (৪) ও মেয়ে উমাইয়ারা (৩), দয়ারবাজার চন্দ্রনগর (জীবনপুর সাতাল) গ্রামের সুরেস চন্দনাথের পুত্র সিএনজি চালক সমিরুন দেবনাথ (৩৬), ভাটরাই গ্রামের জালাল উদ্দীনের পুত্র মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (১৭)।

আহত উমর ফারুক জানান, আমার ছেলে উমাইব অবস্থা তেমন ভালো না, তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল ভর্তি করিয়েছি।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামরুজ্জামান রাসেল জানান, রোগীদের অবস্থা ভালো, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়, সড়ক দুর্ঘটনার আলামত আমাদের জিম্মায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।