সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন এ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানাফর আলী’র পুত্র উমর ফারুক (৩০), উমর ফারুকের স্ত্রী ফেরদৌসি বেগম (২৩), ছেলে উমায়ব আলী (৪) ও মেয়ে উমাইয়ারা (৩), দয়ারবাজার চন্দ্রনগর (জীবনপুর সাতাল) গ্রামের সুরেস চন্দনাথের পুত্র সিএনজি চালক সমিরুন দেবনাথ (৩৬), ভাটরাই গ্রামের জালাল উদ্দীনের পুত্র মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (১৭)।
আহত উমর ফারুক জানান, আমার ছেলে উমাইব অবস্থা তেমন ভালো না, তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল ভর্তি করিয়েছি।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামরুজ্জামান রাসেল জানান, রোগীদের অবস্থা ভালো, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়, সড়ক দুর্ঘটনার আলামত আমাদের জিম্মায়।