শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ দুই মাদক বিক্রেতা আটক

আবিদুর রহমান
এপ্রিল ২১, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ৮৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২১ এপ্রিল) ভোরবেলা ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার জাউয়া পূর্বপাড়ার ফরাজুল হকের পুত্র মোফাজ্জল মিয়া ও কইতর রাউলি গ্রামের সিরাজ আলীর পুত্র আলাউর রহমান।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মখলিছের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মদ বহনকাজে ব্যবহৃত একটি থ্রী-হুইলার সিএনজিও আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।