বুধবার , ১৫ মার্চ ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২১

কোম্পানীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আবিদুর রহমান
মার্চ ১৫, ২০২৩ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

‘নিরাপদ জ্বালানি, ভোক্তা-বান্ধব পৃথিবী’- প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিফ ইবনে সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ মালিক, ঔষধ বিক্রেতা ও বিভিন্ন দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।