কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইছাকলস মসজিদের সামনে পিয়াইন নদী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস মাটি ভুঁই টিলার আব্দুর গণি (৩০), ইছাকলস নিজগাঁওয়ের নবী হোসেন (২১), ছাতক উপজেলার আন্দাইরগাঁওয়ের আকিল আলী (৩৪), পূর্ব নোয়ারাই গ্রামের মাসুক মিয়া(৩৯) ও গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপাড় গ্রামের জামাল আহমদ (৩৬)।
থানা সূত্র জানায়, ইছাকলস ইউনিয়নের ইছাকলস মসজিদের সামনে পিয়াইন নদীতে চোরাই গরুসহ কিছু লোক অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক ও সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম সেখানে অভিযান চালান। এসময় একটি গরু ও ইঞ্জিনচালিত একটি নৌকাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, আসামিরা বিক্রির উদ্দেশ্যে চোরাই গরু নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।