মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১

ফখর উদ্দিন
জুলাই ৯, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পৃথক অভিযানে ১১ জনকে আটক করেছে পুলিশ ও র‍্যাব।

পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে আব্দুল আহাদ নামে এক মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল। এসময় তার কাছ থেকে ১৮০ মিলি. ১৪৩ বোতল ও ৩৭৫ মিলি ২৩ বোতল অফিসার চয়েজ এবং ৪৬ বোতল এসি ব্ল্যাক বিদেশি মদ উদ্ধার করা হয়।

সে পাড়ুয়া নোয়াগাও গ্রামের আব্দুর রহমানের পুত্র।

এদিকে কোম্পানীগঞ্জ থানাপুলিশ পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতভর বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ বুড়দেও গ্রামের রুহুল আমিনের ছেলে সুন্দর আলী, চেঙ্গাখই গ্রামের মনসুর আহমদের ছেলে আলী আহমদ, পাড়ুয়া গ্রামের আবু বকরের ছেলে সাবাজ আলী, উত্তর কলাবাড়ি গ্রামের আব্দুল হাফিজের ছেলে নুরুল আমিন, তার ভাই মো. আল আমিন, বালুচর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আফজাল হোসেন, ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত সমর আলীর ছেলে মোঃ রুবেল, মৃত মজিদ আলী, দরাকুল গ্রামের মৃত মজিদ আলীর ছেলে আলকাছ ও দক্ষিণ বুড়দেও গ্রামের আকবর আলীর ছেলে সোহেল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।