সিলেটের কানাইঘাট সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার বিকেল আড়াইটার দিকে উপজেলার দনা সীমান্তের ১৩৩৩ মেইন পিলার হতে সীমান্তের ১৫০ গজ ভিতরের বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ১০ হাজার দুইশত ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ।
পুলিশ জানায়, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা মশিউর ও লিয়াকতকে আটক করেন। তারা জানিয়েছে এর আগেও নাকি তারা ৪/৫ বার ওই রাস্তা দিয়ে ভারত গিয়েছে। তবে এবার যাওয়ার পূর্বেই তারা বিজিবির আটক হয়েছে। বিজিবি বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করবে। আটকের পর দুজনকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিজিবির হাতে আটককৃত দুজনের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা এখন থানায় আছে।