শনিবার , ৩১ মে ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৪৮

কানাইঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ৩১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাট উপজেলায় বজ্রপাতে তাজুল ইসলাম(৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষী প্রসাদ (কুকুবাড়ী) গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী নিয়ে সুরমা নদী হয়ে কানাইঘাট বাজারে আসছিলেন। আসার পথে সুরমা নদীর চাপনগর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনি নদীতে পড়ে যান। নদীতে পড়ে যাওয়ার পর নৌকার যাত্রীরা পানিতে খুঁজলেও তাঁকে পাওয়া যায়নি। প্রায় আধা ঘণ্টা পর পৌরসভার খেওয়াঘাট এলাকায় সুরমা নদীতে তাঁর নিথর দেহ ভেসে ওঠে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।