মঙ্গলবার , ৯ মে ২০২৩, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৩৪
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে রিকশাচালক ব্রজেন্দ্র হত্যা : ৫ দিনেও নেই গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি
মে ৯, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

 সিলেটের ওসমানীনগরে রিকশাচালক ব্রজেন্দ্র শব্দকর (৬০) হত্যার ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি তার চুরি হয়ে যাওয়া রিকশাটিও।

শুক্রবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার প্রথমপাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী পুলের পাশ থেকে ব্রজেন্দ্রর লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের ৩দিন পর রবিবার (৭ মে) নিহতের স্ত্রী অনি শব্দকর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এদিকে , সুরতহাল রিপোর্টে ব্রজেন্দ্রের মাথার পিছনে ৫টি আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৪ মে) সকালে ব্রজেন্দ্র রিক্সা নিয়ে বের হলে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্যস্থানে খোঁজ করে কোন সন্ধান পাননি। শুক্রবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথম পাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী পুলের পাশ থেকে ব্রজেন্দ্রর লাশ উদ্ধার করে পুলিশ। ব্রজেন্দ্র শব্দকর লাল কৈলাশ গ্রামের রাজেন্দ্র শব্দকরের ছেলে বিগত ২ বছর থেকে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবন যাপন করে আসছেন। তার স্ত্রী অনি শব্দকর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে আয়ার চাকরী করেন। দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করছে।

নিহত ব্রজেন্দ্র শব্দকরের স্ত্রী অনি শব্দকর বলেন, রিক্সাটি চুরি করার জন্য আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতার আনার জন্য প্রশাসনের হস্থ্যক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন বলেন, হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।