সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে আব্দুল মছব্বির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুই সন্তানের জনক নিহত আব্দুল মছব্বির উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্ধা।
আজ বুধবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে হাওরে গবাদি পশু আনতে গেলে বজ্রপাতে নিহত হন তিনি। খবর পেয়ে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিপংকর দেব শিবু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।