সোমবার , ১৪ জুলাই ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:০৯
আজকের সর্বশেষ সবখবর

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড পাওয়ার

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ১৪, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।

‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগের মাধ্যমে গ্যাস ইঞ্জিনের অপচয় হওয়া তাপ পুনঃব্যবহার করে শিল্পখাতে সবুজ বাষ্প সরবরাহ করা হয়। ২০১৪ সালে চালু হওয়া এ প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে ২৯ কোটি ৪০ লাখ কেজির বেশি পরিবেশবান্ধব বাষ্প, যার ফলে রোধ হয়েছে প্রায় ৪৯ হাজার ৫০০ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ৭ (পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো), ১২ (দায়িত্বশীল উৎপাদন ও ভোগ) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা)-তে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পাওয়ারকে এ সম্মাননা প্রদান করা হয়।

১২ জুলাই, র‍্যাডিসন ব্ল ঢাকা তে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক সম্মাননা গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।