ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে নেওয়া হবে। এই দুদিনের একদিন নেওয়া হবে ১৫ মে স্থগিত ৯টি বোর্ডের এসএসসি পরীক্ষা। আরেকদিন নেওয়া হবে যশোর, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের এসএসসি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দু-একদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে সকালে রাজধানীর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ব্যাপারে বলেছিলেন, চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই মোখার কারণে স্থগিত পরীক্ষা দুটি নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।