#যুক্তরাষ্ট্রে ১৫০ টির অধিক শহরে বিরামহীন ভ্রমণ সুবিধা পাবেন যাত্রীরা
দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউনাইটেড এয়ারওয়েজ তাদের কোডশেয়ার চুক্তি কার্যকরের ঘোষণা প্রদান করেছে। ৩০ মার্চ থেকে এমিরেটস যাত্রীরা ভায়া শিকাগো, হিউসটন অথবা সানফ্রানসিসকো ইউনাইটেডের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১৫০ টি শহরে বিরামহীন ভাবে ভ্রমণ করতে পারবেন।
অন্যদিকে ইউনাইটেডে ভ্রমণকারী যুক্তরাষ্ট্রের যাত্রীরা ভায়া শিকাগো, হিউসটন এবং সানফ্রানসিসকো এমিরেটসের ফ্লাইটে দুবাই ভ্রমণ করতে পারবেন। দুবাই থেকে যাত্রীরা এমিরেটস ফ্লাইটে মধ্যপ্রাচ্য আফ্রিকা, এশিয়া অথবা অস্ট্রেলিয়ার ৮০ টি অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাবেন।
উভয় ক্ষেত্রেই যাত্রীরা সিঙ্গেল টিকেটে ভ্রমণ এবং চুড়ান্ত গন্তব্যে জন্য ব্যাক- চেক সুবিধা লাভ করবেন।
কোডশেয়ার পার্টনারশিপটি উভয় এয়ারলাইনের ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম স্কাইওয়ার্ডস মাইলেজ প্লাস এর ক্ষেত্রেও কার্যকর হবে। এমিরেটসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম আশা প্রকাশ করে বলেন যে, দ্বিতীয় ধাপে পার্টনারশিপটি আরো বিস্তৃত হবে এবং আমেরিকার অন্যান্য গন্তব্যের জন্য কার্যকর হবে।
উল্লেখ্য, এমিরেটস ইউনাইটেডের মধ্যে বর্তমানে একটি ইন্টারলাইন চুক্তি রয়েছে। এর ফলে এমিরেটস যাত্রীরা যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা, ম্যাক্সিকো, ক্যারিবিউ দীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকার ৭৭ টি অতিরিক্ত গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে ইউনাইটেডের ফ্লাইট ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রেও এমিরটেস যাত্রীরা সিঙ্গেল টিকেট সুবিধা পাচ্ছেন এবং ভায়া শিকাগো, হিউসটন, সানফ্রানসিসকো সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।
এমিরেটস বর্তমানে যুক্তরাষ্ট্রের ১২ টি গন্তব্যে এবং কানাডা, ব্রাজিল, ম্যাক্সিকো ও আর্জেন্টিনার ৫ টি নগরীতে নিয়মিত ফ্লাইট পরিচলনা করছে।