শুক্রবার , ১৭ মার্চ ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৩

এমসি কলেজে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৭, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: আশরাফুল কবীরের নেতৃত্বে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, কর্মচারী পরিষদ, কলেজের বিভিন্ন বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে কলেজের অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জেবিন আক্তারের সঞ্চালনায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আশরাফুল কবীর।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো: তৌফিক এজদানী চৌধুরী।

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” উক্ত প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: শামছ উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মোছাদ্দেক হোসেন খান এবং রসায়নবিদ্যা বিভাগের প্রভাষক সুজন তালুকদার।

পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী সকল শিশুদের কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ১১ টায় কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১ টায় কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। এর আগে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামানের কুরআন তিলাওয়াত ও অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাসের গীতা পাঠের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।

সভার শেষে মাগফিরাত কামনা করে দোয়া করেন কলেজের আরবী ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।