মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, দুপুর ১২:২৯

এবার ‘যুদ্ধের হুঁশিয়ারি’ দিল উত্তর কোরিয়া!

ডেস্ক রিপোর্ট
মার্চ ৭, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এবার যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। দেশটি বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় এটি বাধা দেওয়ার যেকোনও পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এরপরই এই হুঁশিয়ারি উচ্চারণ করল পিয়ংইয়ং।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক  প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তাতে এ বিষয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং।

ইয়ো জং বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে পিয়ংইয়ং এটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখবে।

তিনি আরও ইঙ্গিত দেন, উত্তর প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কখনওই উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালায়নি। কিন্তু উত্তর জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় এমন সম্ভাবনা দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।