বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৪০
আজকের সর্বশেষ সবখবর

উদ্দীপ্ত সিলেটের ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩০, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

#রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ : ডা. আরমান আহমদ শিপলু

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, রমজান মাসে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। রমজানের রোজা পালন শেষে রোজাদাররা ইফতার করে। ইফতারের সময় অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তা ছাড়া রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ।

তিনি (৩০ মার্চ) বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট এর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক অর্থায়নে দুই শতাধিক পথচারী রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাশ, আরটিভির সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ ছাত্র বিষয়ক সম্পাদক চৌধুরী অমিত হাসান রকি, উদ্দীপ্ত সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক বীর মোজাহিদ, সদস্য ইকবাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।