ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ ইসমাঈল আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু আহমদের সঞ্চালনায় টুকের বাজার ইসলামী আন্দোলনের অফিসে বিকাল ৩টায় এ নির্বাচন অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন মজলিসে শুরার সদস্যবৃন্দ।
আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ করে দুই বছর মেয়াদে ২০২৫- ২৬ সেশনের জন্য কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে হাজী মুহাম্মদ ইসমাঈলকে সভাপতি, সহ-সভাপতি হিসেবে মহিউদ্দিন আল মামুন ও হাঃ মাওঃ আব্দুল মান্নান, সেক্রেটারী হিসেবে হাজী আবু আহমদকে ও মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জীকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। এসময় এই কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ করা হয়।