সোমবার , ৭ এপ্রিল ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:১৫

ইসলামী আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ ইসমাঈল আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু আহমদের সঞ্চালনায় টুকের বাজার ইসলামী আন্দোলনের অফিসে বিকাল ৩টায় এ নির্বাচন অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন মজলিসে শুরার সদস্যবৃন্দ।

আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ করে দুই বছর মেয়াদে ২০২৫- ২৬ সেশনের জন্য কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে হাজী মুহাম্মদ ইসমাঈলকে সভাপতি, সহ-সভাপতি হিসেবে মহিউদ্দিন আল মামুন ও হাঃ মাওঃ আব্দুল মান্নান, সেক্রেটারী হিসেবে হাজী আবু আহমদকে ও মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জীকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। এসময় এই কমিটিকে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।