সিলেটের একটি বেসরকারি হাসপাতালের সাইনবোর্ডে হঠাৎ করে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। বুধবার দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের সাইনবোর্ডে এ ঘটনা ঘটে। এই লেখার মোবাইলে ধারণ করা ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। এতে অবাক হয়েছেন নেটিজেনরা।
জানা যায়, সোবহানীঘাট পয়েন্টে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের বিপরীত পাশে নবনির্মিত একটি ভবনের সাথে রাস্তার উপর দিয়ে বাইপাস লেন করে সংযোগ দেয়া হয়েছে। সেই বাইপাস লেনে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে বুধবার মধ্যরাতে ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। প্রত্যক্ষদর্শী কয়েকজন এর ছবি তুলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। পরে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় এটি। এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এ ব্যাপারে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক জানান, এটি আমাদের নতুন তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছে, তারা এখনো এটি আমাদের কাছে হস্তান্তর করে নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি। তারা জানিয়েছে এটি কেউ হ্যাক করে এই লেখাটি প্রদর্শন করিয়েছে।