পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আল-মানার সম্পাদনা পর্ষদ কর্তৃক আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতা- ২০২৫ এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল ৯ ঘটিকায় সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে আল-মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদের সঞ্চালনায় এ প্রতিযোগিতা শুরু হয়। অনলাইনে প্রেরণকৃত ভিডিও থেকে শীর্ষ ২৫ জনকে বাছাই করে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথি ও তানযীমুল কুরআন একাডেমী’র প্রিন্সিপাল হাফিজ রশীদ আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ফাউন্ডেশনের সচিব ও এএফপি’র প্রতিবেদক মুহাম্মদ আলী মাজেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ।
দুপুর ১টায় শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জিয়াউর রহমান বলেন, “কুরআন তেলাওয়াত আমাদের অন্তর আত্মাকে প্রশান্তি প্রদান করে। আল-মানার এর এ আয়োজন নিঃসন্দেহে সুন্দর ও সময়োপযোগী। তাদের কার্যক্রমকে স্বাগত জানাই।” এসময় তিনি প্রতিযোগীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সাথে সাথে ফলাফল ঘোষণা করে প্রতিযোগীদের মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।