আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার সিলেটের একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই একটি উপস্থাপনা পরিবেশন করেন বেলা সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বেলার হেড অব প্রোগ্রাম ফিরোজুল ইসলাম।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে পরিবেশ সম্পর্কে অবগত ব্যক্তিরা অংশ নেন। তখন তারা আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন বিষয়ে তাদের অভিমত ৪ টি গ্রুপে ভাগ হয়ে প্রকাশ করেন। সেখানে তারা বালু ও পাথর উত্তোলন, পাহাড়, টিলা কাঁটা, শিল্প দূষণ ও নতুন ইস্যু নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করেন ও সুপারিশ প্রদান করেন।
সেখানে সুনামগঞ্জের ধোপাজান চলতি ও যাদুকাটা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার সবকটি পাহাড়ী ছড়া, টিলা, নদনদী ও হাওর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, শ্রীমঙ্গলের ভূনিবর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বোমা মেশিনে বালু উত্তোলন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন পাথর কোয়ারী ও ভিটাবাড়ি, বনাঞ্চল থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে পাথর উত্তোলন, সিলেট বিভাগাধীন টিলা বেষ্টিত এলাকা সমূহ থেকে পাহাড়-টিলা কেটে বসতবাড়ি, রাস্তাঘাট নির্মিত হচ্ছে এবং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে বলে তারা ইস্যু প্রকাশ করেন। যার ফলে টিলা ধস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে।
এসকল সমস্যা থেকে পরিত্রাণের জন্য সুপারিশ দেন তারা। সুপারিশে উল্লেখ করেন- উপরোক্ত সমস্যা, মন্তব্য সমূহ বাস্তবায়নের স্বার্থে বেলা’র নেতৃত্বে সমন্বিত উদ্যোগ গ্রহণ, সামাজিক সচেতনতা সৃষ্টি ও সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এজন্য প্রশাসনিক ও আইনী পদক্ষেপসমূহের গতি মন্থর রোধ, আইন প্রয়োগকারী সংস্থাসমূহের অনীহা দূর, স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও আইন অমান্য করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, জনসচেতনতা, বেলা কর্তৃক মামলাসমূহের যথাযথ বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা থাকা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।