মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:১৩
আজকের সর্বশেষ সবখবর

আঞ্জুমানের বিশ্বনাথ উপজেলা কমিটি পুনর্গঠন

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৮, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

আনহার বিন সাইদ, বিশ্বনাথ সংবাদদাতা : আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা শাখা পুনর্গঠনের লক্ষে আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৩টায় জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসায় এক ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা আহবায়ক মাওলানা ক্বারী মুঈনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা ক্বারী হাবিবুর রহমান হাবিব-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী শায়খ নূরুল মুত্তাকিন জুনাইদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক, সিলেট জেলা উপদেষ্টা, জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা নূরুল হক।
উপস্থিত ফুযালাদের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে পুনর্গঠিত বিশ্বনাথ উপজেলা কমিটি (২০২৩-২৪ সেশন) ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক।
কমিটির দায়িত্বশীলরা হলেন-
সভাপতি: মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
সহ-সভাপতি: মাওলানা ক্বারী সাঈদুর রহমান, মাওলানা ক্বারী বশীর আহমদ।
সাধারণ সম্পাদক: মাওলানা ক্বারী হাবিবুর রহমান হাবিব।
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা ক্বারী ফারুক আহমদ, মাওলানা ক্বারী শফীকুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক: মাওলানা ক্বারী কয়েছ আহমদ।
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা ক্বারী ফখরুল ইসলাম, মাওলানা ক্বারী জাকওয়ান আহমদ।
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ক্বারী জুনায়েদ আহমদ।
সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ক্বারী আব্বাস আলী।
প্রকাশনা সম্পাদক: মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম।
সহ-প্রকাশনা সম্পাদক: মাওলানা ক্বারী আজীজুর রহমান ফারুক।
প্রচার সম্পাদক: মাওলানা ক্বারী আনহার বিন সাঈদ।
সহ-প্রচার সম্পাদক: মাওলানা ক্বারী শামছুল ইসলাম।
নির্বাহী সদস্য: মাওলানা ক্বারী কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মাওলানা ক্বারী নূরুল আমীন।
সমাবেশে উপজেলার শাখা কেন্দ্রসমূহের খোজখবর, প্রকাশনা বিতরণ, বিভিন্ন আবেদন নিষ্পত্তি এবং উন্মুক্ত পরামর্শ গ্রহণের মাধ্যমে ক্বিরাআত প্রশিক্ষণ সুষ্ঠু পরিচালনার নিমিত্তে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।