বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও অপতৎপরতা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্টে ছাত্রজনতার উপর হামলাকারী স্বৈরাচার আওয়ামীলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও অপতৎপরতা বন্ধের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রজনতারা। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার টুকের বাজারে ছাত্রজনতার ব্যানারে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেন তারা। পরে কোম্পানীগঞ্জ থানাপুলিশ সেখানে গিয়ে তাদের আশ্বস্থ করলে তারা সড়ক অবরোধ তুলে নেন।

জানা যায়, বুধবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠন। তার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে টুকের বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ছাত্রজনতারা। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। রাস্তা অবরোধ করার ফলে এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তারে আশ্বাস দিলে ছাত্রজনতা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

এসময় বক্তব্য রাখেন- সিদ্দিক আবুল আলা, আদনান সোহাগ, শাকিল ইসলাম, রুহান আহমদ, জাকির হোসেন, তোফায়েল আহমদ, সাজাদ্দুর রহমান, ওমর ফারুক হামিম প্রমুখ।

এসময় তারা বলেন, জুলাই গণঅভ্যুথানের ১০ মাস পেরিয়ে গেলেও এখনো ডেভিলরা বাইরে ঘুরাফেরা করতেছে। তারা জুলাই আন্দোলনের নেতৃবৃন্দদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। গতরাতে তারা মিছিলও করেছে। এর দায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের। কোম্পানীগঞ্জ থানাপুলিশ ডেভিলদের গ্রেপ্তার করছে না, যার কারণে তারা এত সাহস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি ডেভিলদের গ্রেপ্তার না করা হয়, থানা ঘেরাও করা হবে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তারা সড়ক অবরোধ করলে আমরা গিয়ে তাদের বুঝালে তারা অবরোধ তুলে নেন। আমরা আসামীদের ধরতে অভিযান অব্যাহত রাখছি। আর আওয়ামীলীগ কবে মিছিল করেছে, তা শুনিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।