শুক্রবার , ৫ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৫

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী খুন : আটক-১ 

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ায় ডারউইনে দুর্বৃত্তের হামলায় ২৩ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থী খুন হয়েছেন। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে বাড়িতে থাকতেন সেখানে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি মেইল জানিয়েছে, মিলনার উপশহরের একটি ফ্ল্যাটে ওই শিক্ষার্থী থাকতেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে অন্য বাসিন্দারা তার রুমে ঢুকে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওই শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেনি।

ওই বাড়ি থেকে এক ব্যক্তিকে ফায়ার অ্যাক্সিটিঙ্গুইশার হাতে পালিয়ে যেতে দেখা গেছে। সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।