শনিবার , ২৬ আগস্ট ২০২৩, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সিলেট আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ডা.স্বপ্নীল এর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার হোটেল দি ক্যাপিটেলে সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান সম্প্রীত বাংলাদেশ এর সদস্য সচিব সিলেট শহরের ছড়ারপার এলাকার কৃতি সন্তান বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।

আজ শনিবার ২৬ আগস্ট সকালে তিনি হোটেলে এসে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় যান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে ঢাকায় এসে রাত্রিযাপন করেন হোটেল দি ক্যাপিটালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।