বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবীর ওসমানীরও কবর জিয়ারত করলেন

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারত করেন। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন। পরে তিনি হযরত শাহজালাল(র.) দরগাহ মসজিদে এশার নামাজ আদায় করেন। মাজার জিয়ারত শেষে তারেক রহমান মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।
এদিকে, ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে দরগাহ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। তাঁকে বহনকারী গাড়ি দেখে উৎসুক জনতা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ বলে শ্লোগান দেন।
হযরত শাহজালাল (র.) জিয়ারতশেষে ৭ কিলোমিটার দূরবর্তী হযরত শাহপরান(র.) মাজারের উদ্দেশে রওয়ানা দেন তিনি। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ওই মাজারে অবস্থান করছিলেন। মাজার জিয়ারতশেষে রাতে তাঁর শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে যাবেন তিনি।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি -২২৭) তিনি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা সম্বলিত বাসযোগে তিনি দরগাহ শরীফে আসেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দলের চেয়ারম্যান এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে অবস্থান করবেন।
হোটেলটি সূত্রে জানা গেছে, সেটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এরই মধ্যে হোটেলটির নিয়ন্ত্রণ নিয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফর করছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে তিনি সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এর আগে এদিন সকালে তিনি শতাধিক অরাজনৈতিক তরুণের সাথে মতবিনিময় করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সিলেট এসেছেন। প্রতিনিধি দলে তার স্ত্রী ডা: জোবায়দা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।