জন্ম নিবন্ধন তৈরীতে সহজীকরণ, জাতীয় পরিচয়পত্র তৈরী, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে দুর্নীতি দূর করার দাবিতে সিলেটে ২ ঘন্টা অবস্থান কর্মসূচী পালিত হবে। আগামী মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে এই অবস্থান কর্মসূচী পালিত হবে।
মঙ্গলবারের এই অবস্থান কর্মসূচি সফল করার জন্য গত শুক্রবার এক সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্নার সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের প্রমুখ।
সভায় থেকে ছাত্রজনতার নতুন বাংলাদেশে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করার দাবী জানানো হয়। পাশাপাশি সাধারণ জনগনের টাকায় পরিচালিত সর্বপ্রকার সরকারী অফিস থেকে রাজনীতি বন্ধ করা হউক।
মঙ্গলবারের অবস্থান কর্মসূচীতে বাংলাদেশের সচেতন নাগরিকদেরকে উপস্থিত থাকার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়।