সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের উমনপুর এলাকায় জাফলংগামী গেইটলক সার্ভিস বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩)। সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠীকে নিয়ে মোটর সাইকেল (কুমিল্লা-ল-১৪-০২৯৬) যোগ বাড়ি ফেরার পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিস বাস তাদেরকে চাপা দিলে দুর্ঘটনার স্বীকার হয় মোটরসাইকেল আরোহীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়। আহত অপর আরেকজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইটলক সার্ভিসের বাস চলাচল বন্ধ করে রাখেন।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                                                     
                                