মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার, দীর্ঘ যানজট

ডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৪ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় অনেক যানবাহন আটকা পড়ে জানজটের সৃষ্টি হয়।

জানা যায়, ঢাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সিলেট শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে শ্লোগান দিতে থাকেন। পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তায় বসে, দাঁড়িয়ে এবং শুয়ে শুয়ে মিছিল দিতে থাকেন। এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তখন আসরের আজান হলে মহাসড়কে দাঁড়িয়ে আছরের নামাজ আদায় করেন শিক্ষার্থীরা এবং নামাজ পরবর্তীতে তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে মোনাজাত করেন।

এসময় রাস্তায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে। গোটা দেশ এবং বিশ্ব যখন শোক প্রকাশ করছে, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের বড় কর্তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন। কখন কি পদক্ষেপ নিতে হবে তারা জানেন না। এত বড় শোক বুকে নিয়ে আমরা কীভাবে পরীক্ষায় বসতাম? তারা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় রাত তিনটার সময়। অথচ চরম হতাশা নিয়ে অনেক শিক্ষার্থী তবু বাধ্য হয়ে তখন কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আদিল আহমেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, আমাদের অনেকে কেন্দ্রে গিয়ে জেনেছেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাইনা। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বোনা। আমরা সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স্যারকে গিয়ে বারবার এখানে আসার কথা বললেও তিনি আমাদের শান্তনা দিতে আসেন নি।

সিলেট মহানগর পুলিশের মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে ৭ টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এসময় রাস্তায় দীর্ঘ যানজট শুরু হয়। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী জানান, তারা আমার সাথে দেখা করে তাদের দাবির কথা জানায়। আমি তাদের দাবী শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে প্রেরণের কথা জানাই। পরে আমার একটি টিম তাদের সাথে সেখানে গিয়ে কথা বলে। শিক্ষার্থীরা তো এতে সন্তুষ্ট। যার কারণে তারা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর রাতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।