শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১০:০৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চাঁদাবাজদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আইনজীবী ও তার পরিবার

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২০, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে চাঁদা না দেওয়ায় এক আইনজীবী পরিবার দীর্ঘদিন যাবৎ প্রাণনাশের হুমকিতে বাসাবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ লাখ টাকা চাঁদা না দিলে বাসায় থাকতে পারবেন না বলেও হুমকি দিয়েছে একটি চক্র। এর আগে তার বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় ওই চক্র।

ভুক্তভোগী আইনজীবী মো. আশরাফুল আলম খান সিলেট নগরীর বনকলাপাড়ার নূরানী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সিকান্দর খানের ছেলে। আর চাঁদাবাজ চক্রের মুল হোতা নয়ন আহমদের বাড়ি একই এলাকায়।

জানা যায়, গত ৪ ডিসেম্বর আইনজীবী মো. আশরাফুল আলম খানের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুবৃত্তরা। এতে বাসার অনেক ক্ষয়ক্ষতি হয়। পরে ১৭ ডিসেম্বর রাতে ওই চক্রটি বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে ভুক্তভোগী আইনজীবীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তার পরিবারের কেউ বাসায় থাকতে পারবেন না এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

তাদের দাবীকৃত চাঁদা না দিলে আইনজীবী ও তার পরিবারের সদস্যদের প্রানে হত্যার হুমকি দিচ্ছে। এতে তার স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে এবং পরিবারের সদস্যদের লুকিয়ে থাকতে হচ্ছে। সন্ত্রাসী নয়ন আহমদ ও তার সন্ত্রাসী চক্রটির ভয়ে তিনি ও তার পরিবারের সদস্যগণ বর্তমানে নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে দিনাতিপাত করছেন।

ভুক্তভোগী আইনজীবী মো. আশরাফুল আলম খান বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে আওয়ামীলীগ সরকারের পতন হলে সন্ত্রাসী নয়ন আহমদ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ও আমার পরিবারের বনকলাপাড়া নূরানী এলাকায় থাকা জমিজমা ও বাসাবাড়ি, অর্ধনির্মিত বিল্ডিং, দোকানঘর দখল করে নেয়। সন্ত্রাসী চক্রটি আমাকে আওয়ামীলীগের দোসর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভগ্নিপতি বলে মবের মাধ্যমে আমার উপর একাধিকবার হামলা করেছে এবং আমার বসবাসরত বাসা ভাঙচুর করেছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে চাঁদাবাজ চক্রের সদস্যগণ আমার নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো এবং চাঁদা না দিলে আমাকে প্রাণে হত্যা ও আমার পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেয়। এ বিষয়ে ভুক্তভোগী আমি আমার পরিবার ও জানমালের নিরাপত্তা চেয়ে সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট-১ আদালতে এয়ারপোর্ট নির্বাহী মোকদ্দমা নং- ২৪৭/২৪ দায়ের করি। যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এছাড়াও ভুক্তভোগী আইনজীবী সিলেট জেলা আইনজীবী সমিতি বরাবর তার এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে একখানা দরখাস্ত দিয়েছেন।

এবিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, এটা খুবই দুঃখজনক। আইনজীবী সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।