সিলেটের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সড়কে নিরাপত্তাসহ মহাসড়কগুলোর প্রয়োজনীয় সংস্কার বিষয়ে করণীয় শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এএমএফ) সিলেট-এর উদ্যোগে আয়োজিত এ আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন এএমএফ সিলেটের সিনিয়র সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী এবং সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার।
গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন এএমএফ-এর সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট-কোম্পানীগঞ্জ বাস-মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক সাবেরা সুলতানা, সিলেট সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী রওশন আরা সিদ্দিকা, সিভিল ইঞ্জিনিয়ার রোকসানা আক্তার জলি, সিপিবি সিলেট মহানগরের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, এনসিপি সিলেটের মো. কিবরিয়া সারোয়ার, এএমএফ সদস্য ফাতেমা জামান রোজী, ফাহিমা আহাদ কুমকুম, কামরুল আরিফসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনকে আইনের ডিজিটালায়ন ও উন্নয়ন ত্বরান্বিত করার আহবান জানান। একই সঙ্গে তারা মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগ নিশ্চিত করার পরামর্শ দেন এবং জনগণকে আইন মেনে চলার অনুরোধ করেন। নেতৃবৃন্দ আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজের যথাযথ তদারকি না করার কারণে কিছুদিন আগে সিলেটবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। ছয় ঘণ্টার পথ যেতে লেগেছে ১৭-১৮ ঘণ্টা। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা এবং বিকল্প রাস্তাব্যবস্থা না থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, সর্বশেষ একনেক সভায় ঘোষিত বিভিন্ন প্রকল্পে সিলেটের কোনো উন্নয়ন প্রকল্প না থাকাটা সিলেটবাসীর জন্য বৈষম্যের শামিল। এই বৈষম্য দূর করে সিলেটের উন্নয়নে সরকারকে বিশেষ প্রকল্প গ্রহণের আহবান জানান তারা।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                