রবিবার , ৫ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৩৩

‘ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করুন’

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেনের সাথে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের এক মতবিনিময় গত ৩ মে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর এ কে আব্দুল মোমেন । প্রশ্নোত্তর পর্বে অংশ নেন-জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফি সুহেল আহমদ, সলিসিটর ইয়াওর উদ্দিন, ব্যারিস্টার এনামুল হক, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি মোস্তফা মিয়া, আলম খান, জামাল আহমদ খান, কায়েছ চৌধুরী, সাংবাদিক মিসবাহ জামাল, শাহিনা চৌধুরী, মমতাজ চৌধুরী, জিএসসির কেন্দ্রিয় স্পোর্টস সেক্রেটারী আব্দুল মালিক কুটি, ভয়েস ফর নিউহ্যামের চেয়ারপার্সন পারভেজ কোরেশী, জিএসসি সিলেট চ্যাপ্টারের সেক্রেটারী আব্দুস সামাদ নজরুল, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট ট্রেজারার মোঃ আবুল মিয়া, সাংঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক ও ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল চৌধুরী, আব্দুস সুবহান,আলাউর রহমান ওলি ও শাহান চৌধুরী।
উপস্থিত ছিলেন নুর উদ্দিন, সালেহ আহমদ, গোলাম কুদ্দুস কামরুল, নুর আহমদ, শিপলু আহমদ, মোস্তাফিজুর রহমান, সুলতান আহমদ প্রমুখ।
সভায় প্রবাসীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করার জোর দাবী জানান। বক্তারা সিলেট ওসমানী হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্য সেবার মান উন্নীত করা, এনআইডি কার্ড সংশোধনীতে সময়ক্ষেপণ না করা, সিলেট যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বন্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়। জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। সভায় ডক্টর এ কে আব্দুল মোমেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।