বুধবার , ১৭ এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়াস আলীকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে জেলা বিএনপির স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর ১২ তম গুম দিবসে তাকে ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া তাঁর মুক্তি কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি প্রদানপূর্ব জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ ১২ বছর থেকে আমরা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর জন্য অপেক্ষায় আছি। তিনি আওয়ামী সরকারের সকল অন্যায় অপকর্মের তীব্র সমালোচনা করতেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ছিলেন। সর্বোপরি তিনি জালিম সরকারের কাছে আতংকে পরিণত হয়েছিলেন তাই তাকে গুম করে রাখা হয়েছে। শুধু মাত্র ইলিয়াস আলীই নন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর ড্রাইভার আনসার আলী সহ আমাদের শত শত নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। আমরা তাদের হাদিস পাচ্ছিনা। অবিলম্বে ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়া না হলে আমরা আবারো হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন বলেন, এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর উনার সহধর্মিণী তার সন্ধান দাবী করে হাইকোর্টে একটি রীট পিটিশন করেছিলেন। কিন্তু সরকারের অদৃশ্য হস্তক্ষেপ আজ একযুগ পরও আমরা সেই রীটের শুনানি করতে পারছিনা। এতে প্রমাণিত হয় সরকারই এই ঘটনার সাথে জড়িত।

সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমরা খুবই মর্মাহত হয়েছি, আমাদের নেতা সাবেক একজন সংসদ সদস্যের সন্ধান দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে এসেছি। কিন্তু দেশে সার্ব বৃহত্তর রাজনৈতিক দলের একটি স্মারকলিপি পর্যন্ত গ্রহব করার মনষিকতা ডামি সরকারের কর্মকর্তাদের নেই। আমরা স্মারকলিপি দিয়ে গেলাম।

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী শাহাব উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খান জামাল, এডভোকেট সাঈদ আহমদ, মোঃ মঈনুল হক, আশফাক আহমেদ, এডভোকেট আল আসলাম মুমিন, গৌছ আলী, জাকির আহমেদ খাঁন, এডভোকেট মোস্তাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, অর্জুন ঘোষ, আহাদ চৌধুরী শামীম, আফসর খাঁন, এড. ওবায়দুর রহমান ফাহমী, ফজলে আহসান রাব্বী, বখতিয়ার আহমদ ইমরান, মনিরুজ্জামান উজ্জল, সৈয়দ জালেছ,সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, হাসান মঈন উদ্দিন আহমদ, হাসান আহমদ, এড. খালেদ জুবায়ের, অজি মোঃ কায়ছার ,এজাজুল ইসলাম মুন্না, আজিজ খান সজিব, শফি আহমদ, আব্দুস সালাম, আজহার আলী অনিক, হাবিব আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, আবু সালেহ, এডভোকেট ওমর ফারুক, বেলাল হোসেন, কিবরিয়া, রেদোয়ান রাব্বী প্রমুখ।

পরে এম ইলিয়াস আলীর মুক্তি কামনা করে বাদ আসর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।