রবিবার , ২৩ এপ্রিল ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫২

সোহেল রানাকে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জের সাদা পাথর হোটেল এণ্ড রিসোর্টে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরের কাট্টলি সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, কোম্পানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, কোম্পানীগঞ্জ স্কাউটস এর সম্পাদক আমিনুর রহমান জসিম।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহিন মিয়া, পাঠাগার সম্পাদক ফখর উদ্দিন, সদস্য আব্দুল জলিল, ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি সেলিম খন্দকার, ছাত্রলীগের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা সভাপতি মিসবাউল করিম রফিক ও কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য লবীব আহমদ।

অনুষ্ঠানে বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদককে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে কিছু মেধাবী কলম সৈনিক রয়েছেন। তাদের কলম সমাজের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। মানুষকে সচেতন করে। তারা সমাজের বিভিন্ন পর্যায়ের অনিয়মগুলো সবার সামনে তুলে ধরেন। ফলে, সরকার সেগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে।

শামছুল ইসলাম আরও বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষায় অনেক পিছিয়ে আছে। শিক্ষায় কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে।

উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য অনন্য জায়গা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে। সোহেল রানা এমন একটি স্বপ্ন নিয়েই যুক্তরাজ্যে পাড়ি দিচ্ছে। স্বপ্ন পূরণের তাগিদ তাকে নিয়ে যাক অনন্য উচ্চতায়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সোহেল রানা যেকোনো কাজেই নিবেদিত প্রাণ ছিল। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সুনাম বৃদ্ধিতে তার অসামান্য অবদান রয়েছে। কোম্পানীগঞ্জ প্রেসক্লাব তাকে মনে রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।