রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:১৯

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার রাতে সিলেট নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরের শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল। তিনি জানান, শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় তাকে সিলেট নগরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।