সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে নগরের শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (২৪) শাহী ঈদগাহ এলাকার বদশা মিয়ার কলোনির বাসিন্দা মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি ভবনের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় রুবেলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কি কারণে সেখানে গিয়েছিলো তা জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, সে রাত ৪ টার দিকে মারা গেছে। আমরা দেরিতে খবর পেয়েছি। আর এ কারণে তার লাশ সুরতহাল করতে দেরি হওয়ায় আগামীকাল তার ময়নাতদন্ত হবে। সে কোনো কাজ করতো না। এখন এত রাতে সেখানে কি কারণে গেছে সেটার তদন্ত চলছে।