মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০৪

সিলেটে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক-৩

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নগরের শাহপরাণ (রহ:) থানা এলাকার পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। ৩০০ বস্তা চিনির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের নুরুল ইসলামের ছেলে মো. রায়হান (২৫), রাজশাহীর পবার দারুসার মৃত গোলাম মোস্তফার ছেলে ট্রাকচালক রতন আলী (৩২) ও রাজশাহীর কাটাখালীর দালালপাড়ার মো. জসিম উদ্দিনের ছেলে ট্রাকের সহকারী মো. আলী হোসেন (২০)।

পুলিশ জানায়, শাহপরাণ (রহ:) থানা এলাকার পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্র জনতা ও সাংবাদিক কর্তৃক ভারতীয় চিনি সন্দেহে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি চেক করে সেখানে চিনি পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখানে পৌছে গাড়িটি তল্লাশি করে পুলিশ। হলুদ রংয়ের ট্রাকটি থেকে এর ভিতরে বালুর নিচে থ্রিপল দিয়ে মোড়ানো ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে জব্দ করে। যার প্রতি বস্তায় ৪৯ কেজি করে সর্বমোট ১৪ হাজার ৭০০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, উক্ত ঘটনায় বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।