রবিবার , ২ এপ্রিল ২০২৩, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” প্রতিপাদ্যে সিলেটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। আজ রোববার (২রা এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষো আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।

অনুষ্ঠানে সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের ছাত্র দীপ্ত পালিত তার কন্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ০৭ মার্চের ভাষণ প্রদান করে। শিশুকন্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুনে মুগ্ধ হয়ে তাৎক্ষণিক তাকে আর্থিকভাবে পুরস্কৃত করেন জেলা প্রশাসক সিলেট মোঃ মজিবর রহমান এবং পরবর্তীতে তিনি অটিস্টিক শিশুদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।