শনিবার , ২৮ জুন ২০২৫, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, শনিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে। সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে ৪৮ বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সেখানে বিজিবির সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।