রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৌনে এক কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পৌনে এক কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

বিজিবি জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিকোরী পাউডার ৮৫৫ কেজি, চিনি ৪ হাজার ৪৪০ কেজিসহ অন্যান্য চোরাচালানী মালামাল সুপারি, পাথর, বালি, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।