সিলেটে পৌনে এক কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
বিজিবি জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিকোরী পাউডার ৮৫৫ কেজি, চিনি ৪ হাজার ৪৪০ কেজিসহ অন্যান্য চোরাচালানী মালামাল সুপারি, পাথর, বালি, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।