সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৬০০ পিস ভারতীয় সুপারি, ৩২০ প্যাকেট ভারতীয় বিড়ি, ৭০ কেজি গুরা মেহেদী, ৮১ বোতল ভারতীয় মদ, ২ বোতল বিয়ার, ৪ হাজার কেজি বাংলাদেশী রসুন, ১টি ট্রাক, ১ টি মোটরসাইকেল, ১টি ট্রলি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১২ টি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ৯৪ লাখ ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।