শনিবার , ৯ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ৯, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শহীদ ১৮ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেয়া হয়।

এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে সিলেট বিভাগের ৩২ জন নিহতের পরিবারের মধ্যে কাগজ-পত্র ঠিক থাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেয়া হয়।

স্নিগ্ধ আরও জানান, বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেয়া হবে। তারা সব কাগজপত্র জমা দিতে পারেননি। এজন্য এখন না দিলেও তারা আর্থিক সহায়তা পাবেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে সাড়ে ১৬ শ’ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। আহতদের তালিকা করে আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয় শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও শিক্ষাবৃত্তির ব্যবস্থাও গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।