রবিবার , ২ নভেম্বর ২০২৫, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিটি পয়েন্টে সিলেটের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ

সিলেটের সকাল রিপো র্ট:
নভেম্বর ২, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর এবং বিমান ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার সকাল ১১টায় সিটি পয়েন্টের সম্মুখে এ কর্মসূচি শুরু হয়। দুপুর সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। সিলেটের ন্যায্য দাবি আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে পালন করা হচ্ছে এ কর্মসূচি। নবগঠিত এ সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী। অবস্থান কর্মসূচিতে আলেম-উলামা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। এতে সভাপতিত্ব দরগাহে হযরত শাহজালাল(র.) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
অবস্থান কর্মসূচি সফল করতে নবগঠিত এ সংগঠনের প্রধান আরিফুল হক চৌধুরী গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগ করেন। এছাড়া, কর্মসূচির সমর্থনে শনিবার রাতে নগরীতে মশাল মিছিল বের করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী. সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠন করা হয় ‘সিলেট আন্দোলন’। সভায় রোববার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
অবস্থান কর্মসূচিতে সূচনা বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গত ১৫ বছরেও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। অনলাইনে রেলের টিকেট মেলে না। বিমানভাড়া আকাশচুম্বী। এ অবস্থায় সিলেটের মানুষের নাভিশ^াস উঠেছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে এবং আমাদের ন্যায্য দাবিসমূহ পূরণ না হলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে ছাড়ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।