আগামী ৪ মার্চ থেকে শুরু হওয়া নারী আইপিএলে এবার যুক্ত হলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এবার তিনি নারীদের আইপিএলের প্রথম আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে কাজ করবেন। খবর ইএসপিএনের।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ সানিয়ার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার সঙ্গে অস্ট্রেলিয়ার বেন সাওয়ারের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও জানিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সাওয়ার নিউজিল্যান্ড নারী দলের হেড কোচ এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী নারী দলের সহকারী কোচ ছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, এটিপি দুবাই ওপেন শেষে সানিয়া মির্জা টেনিসকে বিদায় বলবেন। এরপর আইপিএলের সঙ্গে যুক্ত হবেন ৩৬ বছর বয়সী এই তারকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।