সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে সাদা পাথর হোটেল এণ্ড রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।
ক্লাবের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাদা পাথর হোটেল এণ্ড রিসোর্টের জিএম সাইফুল আলম, উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান, ক্রীড়া সংগঠক শৈবাল শাহরিয়ার সাজন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।
অনুষ্ঠানে সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের সকল সদস্য এবং সমাজের সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের হাতে ফুডপ্যাক তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।