রবিবার , ১৪ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৬

শেভরনের ব্যবসা স্থাপন ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদপত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট
মে ১৪, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গত ১২-১৩ মে ২০২৩ইং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদে ২ দিন ব্যাপি উত্তরণ প্রকল্পের স্ব-কর্মসংস্থানে নিয়োজিত কিছু সংখ্যক গ্রাজুয়েটদের ব্যাবসা স্থাপন ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এবং সমাপনী দিনে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নোমান হোসেন । এছাড়াও উত্তরণ প্রকল্পের ম্যানেজার-ইন্টারভেনশন্স জনাব মশিউর রহমান, উত্তরণ প্রকল্পের প্রশিক্ষণ সহযোগী কনসালটেন্ট জনাব সৈয়দ আজহারুুল হক এবং অংশগ্রহনকারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান প্রদানের বিষয়টির প্রশংসা করে এই ধরনের কার্যক্রম সরকারের মিশন অর্জনের জন্য অনেক গুরুত্বপুর্ন বলে উল্লেখ করে কর্মশালার অর্জনকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূরীকরণে যুবাদের আতœসামাজিক অবস্থার উন্নতিতে যথাযথ ভ‚মিকা প্রদানের জন্য অংশগ্রহনকারীদের আহবান জানান।

উল্লেখ্য যে, উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে একটি দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প যা শিল্প কারখানার চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে যুবাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরীতে সহায়তা করে। বাংলাদেশ পার্টনারশীপ ইনিশিয়েটিভ (বিপিআই) এর অধীনে প্রকল্পটি অর্থায়ন করছে শেভরন এবং বাস্তবায়ন করছে সুইসকন্ট্যাক্ট। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ফেইজ ২০১৯ শেষ হয় যেখানে সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৪৪৯ (২১% নারী) যুবাকে বিভিন্ন বিষয়ের উপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৯ এ শুরু হওয়া দ্বিতীয় ফেইজে আরো বড় পরিসরে তিনটি কম্পোনেন্টে উত্তরণ প্রকল্প যাত্রা শুরু করে। প্রথম কম্পোনেন্টে কমিউনিটির ১৯৩৪ যুবাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, দ্বিতীয় কম্পোনেন্ট সিলেট সিটি কর্পোরেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে ভোলানন্দ উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকিকরন এবং সর্বশেষ তৃতীয় কম্পোনেন্টে খুলনা শিপইয়ার্ডের সাথে পার্টনারশিপের মাধ্যমে অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ চালু করে। উত্তরণ প্রকল্পের উক্ত দুইটি সরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে অর্জিত ফলাফল প্রকল্প পরবর্তীতেও কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।