বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৪৯
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নিজের পিকআপের চাকায় পিষ্ট চালক

হবিগঞ্জ প্রতিনিধি:
এপ্রিল ২৭, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার প্বাশে উল্টে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে মোঃ আলম মিয়া (৩৫) নামে এক চালকের ঘটনাস্থলেই মৃত্যৃ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় এঘটনা ঘটে। নিহত পিকআপ চালক আলম মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিশিমা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া জানান সিলেট থেকে ঢাকা অভিমূখি খালি পিকআপ গাড়ি দ্রæতগতিতে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এসময় গাড়ি চালক চাকার নিচে পিষ্ট হয়ে আটকা পড়ে।
বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনা কবলিত পিকআপের সঙ্গে লেগে থাকায় উদ্ধার কাজ বিলম্ব হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও চালকের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।