বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শিশুশ্রম দিবসে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

#শিশুদের মননশীলতা এবং সৃজনশীল বিকাশের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে

আমরা চাই শিশুশ্রম বাংলাদেশে থেকে নির্মূল হোক। প্রতিটি শিশু যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠার সুযোগ পায়। শিশুদের মননশীলতা এবং সৃজনশীল বিকাশের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকবেট আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

আকবেট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাধন রায়, ইয়াসমিন আক্তার, নাছমিন আক্তার, পম্পা তালুকদার, সম্পা তালুকদার, দিপালী চৌধুরী, হাফিজাসহ বিভিন্ন গৃহকর্মী কাজে নিয়োজিত শিশুরা।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আকবেট এর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক ভিডিও দেখে সঠিক উত্তর দিয়ে অংশ নিতে পারবে। জেতার সুযোগ রয়েছে টাংগুয়ার হাওর ভ্রমণ প্যাকেজসহ আকর্ষণীয় পুরস্কার! প্রতিযোগিতা চলবে ২২ জুন ২০২৫ পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।