শনিবার , ২১ অক্টোবর ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২১

ফিলিস্তিনে সহিংসতা বন্ধে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২১, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

তিবিয়ান মাহবুব : দখলদার সন্ত্রাসী ইসরাইয়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে, সালুটিকর এলাকার সর্বস্হরের তৌহিদী জনতার ডাকে আজ শনিবার (২২শে অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় সালুটিকর বাজার জামে মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয় এবং বিভিন্ন রোড প্রদিক্ষণ করে সালুটিকর বাজার জিরো পয়েন্টে এক পথ সভা অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিলের আহ্বায়ক ও জামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দির গাঁও মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক ও মুহতামিম মাওঃ শায়েখ রফীক আহমদ মহল্লীর সভাপতিত্বে সদস্য সচিব জনাব ইমরান আহমদ, দারুস সালাম নন্দির গাঁও মাদরাসার মুহাদ্দিস মাওঃ শামিম আহমদ ও জালাল সিদ্দিকির যৌথ পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামীম রফীক আহমদ মহল্লী, শায়খুল হাদীস মাওঃ আতাউর রহমান, সাবেক ইউ/পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সালুটিকর বাজার জামে মসজিদের সভাপতি হাজী আব্দুস ছোবহান, সালুটিকর সিএনজি ষ্টপিজ সেক্রেটারী জাকির হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন, সালুটিকর উলামা পরিষদ সভাপতি মাওঃ ইবরাহীম, জামিয়া দারুস সালাম দারুল হাদীস মাদরাসার শিক্ষা সচিব মাওঃ আইয়ুব, পিয়াইনগুল জামেয়ার প্রিন্সিপাল আসাদুজ্জামান, শিক্ষক আব্দুল মালেক, নুর উদ্দীন, নোওয়াগাঁও মাদরাসার মুহতামিম মাওঃ নেছার আহমদ, সালুটিকর বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুর রব, সালুটিকর বাজারের ব্যবসায়ী জহুর উদ্দীন, মানাউরা মাদরাসার মুহতামিম মাওঃ কুতুব উদ্দিন, মিত্রি মহল আল মদীনা একাডেমির শিক্ষা সচিব মাওঃ বিলাল উদ্দীন, রাণীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসার নাইবে মুহতামিম মাওঃ তৈয়বুর রহমান, বহর মাদরাসার নাইবে মুহতামিম মাওঃ ইমাম উদ্দিন, সালুটিকর হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাঃ মুহি উদ্দিন, সালুটিকর মারকাজুল উলুমের পরিচালক হাঃ আনোয়ার, মাওঃ আলী হুসাইন, হাঃ আতিকুর রহমান ইমরান, হাঃ জাকারিয়া, সাংবাদিক তিবিয়ান মাহবুব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, যুগ যুগ ধরে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বর্বর নির্যাতন, অবৈধভাবে তাদের বাড়িঘর দখল করে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে অন্যায় ভাবে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হরণ করে রেখেছে। মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আল্ আকসা বায়তুল মুকাদ্দাস সহ আল্লাহর ঘরের প্রতি প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে। মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলমান‌ রাষ্ট্র প্রধান ও রাষ্ট্র সমূহ কে পাশে দাঁড়ানোর আহ্বান রইলো। জাতিসংঘ সহ মানবতাবাদী সকল আন্তর্জাতিক সংস্থাকে ফিলিস্তিনের পক্ষে এগিয়ে আসা সময়ের দাবী বলেও জানান তারা।

পথ সভা শেষে বিশ্ব মুসলমানদের শান্তি ও কল্যাণ কামনা করে আল্লাহ পাকের সাহায্য কামনা করি বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।