প্রায় ৭৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবি, সোম ও মঙ্গলবারে সিলেট ও সুনামগঞ্জ জেলায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, গত রবি, সোম ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ২১০ বোতল ভারতীয় অলিভ ওয়েল, ১ হাজার ৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদি, ৯৬ বোতল ফেন্সিডিল, ৩৩৭ বোতল মদ, ৭ হাজার ৬৮৮ কেজি বাংলাদেশী রসুন, ১ টি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১ টি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গত ৩ দিনে সিলেট ও সুনামগঞ্জর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।