বুধবার , ১৭ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২১
আজকের সর্বশেষ সবখবর

প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য অধিকার শীর্ষক আলোচনা সভা ও ফ্যাটি লিভার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মে ১৭, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য অধিকার শীর্ষক আলোচনা সভা ও ফ্যাটি লিভার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মহানগরের প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য অধিকার শীর্ষক আলোচনা সভা ও ফ্যাটি লিভার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টস্থ মানরু শপিং সেন্টারের ২য় তলায় বুমবক্স কনফারেন্স হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস ও বুমবক্স কমিনিউকেশন এর আয়োজনে এবং জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগীতাই এই সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিলকিস নুরের সভাপতিত্বে ও সিলেট মহানগর গ্রাসরুটস এর সম্পাদক ডা. নাফিসা শবনমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক ডা: মামুন আল মাহাতাব (স্বপ্নীল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলু। উদ্দেশ্য ব্যাখা করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালমা সুলতানা সুমী, শামসুন্নাহার সোমা, লাকী চৌধুরী, রাজিয়া খাতুন, বুমবক্স এর কর্ণধার গোলাম রাব্বানী প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।