বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:২২

নোয়াগাঁও মিড বার ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জের নোয়াগাঁও ১ম মিড বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁও উজ্জ্বল স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। 

বুধবার রাতে নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ফাইনালে মুখোমুখি হয় ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম দল ও গৌরিনগর দল। নির্ধারিত সময়ে ৪-০ গোলে গৌরিনগর চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে দৃষ্টিনন্দন ট্রফির পাশাপাশি নগদ ১৫ হাজার টাকা এবং রানারআপ ট্রফিসহ নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন গৌরিনগরের গোলকিপার ইকবাল। সেরা গোলদাতার পুরস্কার জেতেন হাবিবুর রহমান। এছাড়া সেরা দর্শকের পুরস্কার পান জলিল আহমদ, আমজদ আলী, জুনেদ আহমদ ও নুরুল আহমদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন নোয়াগাঁও উজ্জ্বল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. ফখরুল ইসলাম।

ক্রীড়া সংগঠক মো. জাফর ও মো. নোমান আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাবেক ফুটবলার মো. আব্দুল হামিদ বাবু, কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রজন মিয়া, মো. আলাউদ্দিন মেম্বার, ক্রীড়া সংগঠক মো. জাহাঙ্গীর আলম ও রেনু বাবু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।